Skip to main content

Posts

Featured

ছেড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মুর্খ কামলারা এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশ ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপারেরা।

    যারা নাটক সিনেমায় টিভিতে মুক্তিযোদ্ধাদেরকে নানা বর্ণে সং সাজান তাদেরকে আর এই প্রজন্মের হাইব্রিড বাবুদেরকে বলছি এটাই আমার দেশের মুক্তিযুদ্ধাদের আসল ছবি, শতভাগ ফরমালিন ফ্রি, হাইব্রিড ছোঁয়া নেই। নয়ন ভরে দেখে নয়ন জুরাও । এঁরাই আমার তোমার বাপ দাদা। ক্ষেত থেকে উঠে আসা পাবলিক। আর যারা স্কুল কলেজে পড়তেন তারাও ক্ষেতিই করতেন। গায়ের ঘাম কাদা ধুয়ে মুছে স্কুল কলেজে ছুটতেন। কোন ধান্ধা ছিল না। এই মাটি, এই নদী, এই বিচিত্র জলবায়ুর আকাশ বাতাস আর সবুজ ক্ষেত এটিই ছিল তাদের প্রেম। জন্মভূমি। মা। কারো কালো হাত সেখানে বরদাস্ত করেনি। মরতে কুণ্ঠা করেনি। যুদ্ধটা যদি আজ হতো!

Latest posts

ফিরে দেখো আমাকে অতীতের জীবনে

Chapai food club restaurant by friend chill mode....